রোমাঞ্চকর অপরূপ আন্দামান( তৃতীয় পর্ব):-
25 th September 2018, আমরা সকাল সকাল উঠে Breakfast সেরেই বেরিয়ে পড়লাম। আমরা এসেছি সামুদ্রিকা (Museum SAMUDRIKA)।
প্রবেশ মূল্য মাত্র 50 টাকা। এই Museum টি Indian Navy দাড়া পরিচালিত।ঢোকার মুখেই আমাদের চোখে পরলো নীল তিমির এর এক বৃহৎ কঙ্কাল।
তার পরেই সাজানো আছে আন্দামানের আদিম জনজাতির প্রতিরূপ ও তাদের ঘর বাড়ির প্রতিরূপ ।
তারপরে আছে একটি ছবি সংগ্রহশালা এই সংগ্রহশালাতে আন্দামান,আন্দামানের ইতিহাস,ভুবৈচিত্র,আদিম জনজাতিদের ও বিভিন্ন উদ্ভিদ বৈচিত্র ছবি সংগ্রিহিত আছে। এটি Burned Island এর একটি ছবি।
এটি আন্দামানের তথা ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি। যদিও এখানে যাওয়ার সব সময় Permission মেলে না। এটি Port Blair থেকে 139 km Sea Distance এ অবস্থিত । আন্দামানে এখনো আদিম জনজাতির বাস আছে। তারমধ্যে Jarwa রা এখনো পর্যন্ত অন্যান্য জাতির থেকে একটু বেশি অন্ধকারে। এছাড়া Qunge, Nieobarese, Sentinelese, Shopmens,Grate Andamanis এরাই আন্দামানের প্রাচীন ও মূল অধিবাসী।
এখানে একটি Aquarium ও আছে। যেখানে clown fish, stone fish( পুরো পাথরের মত), Silver sued beach, cat fish(বিড়ালের মত রং), goldfish, warsses, star fish, saw fish এছাড়াও আরও অনেক বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এখানে সংরক্ষিত আছে ,
এছাড়া এখানে একটি Coral Museum আছে,
যেখক বিভিন্ন ধরণের coral সংরক্ষণ করা আছে এবং এর পরেই আছে ঝিনুক আর শঙ্খের Museum এ।
যেখক বিভিন্ন ধরণের coral সংরক্ষণ করা আছে এবং এর পরেই আছে ঝিনুক আর শঙ্খের Museum এ।
Samudrika ছাড়া Port Blair এ কয়েকটি Museum আছে তারমধ্যে একটি 'Aquarium'। যেখানে মূলত সমুদ্রের প্রাণীদের সংরক্ষণ করে রাখা আছে। যেটাকে ফিসারিও বলা হয়। এখানে প্রবেশ মূল্য 10 টাকা। এখানে Photography বারণ, তাই ভেতরের প্রাণীদের ক্যামেরাবন্দি করতে পারলাম না।
Zonal Anthropological Museum এটা প্রধানত আদিম জনজাতিদের নিয়ে। এখানে আমরা দেখলাম, বিভিন্ন আদিম জনজাতির ব্যবহৃত সরঞ্জাম, উৎসবের ছবি, বাদ্যযন্ত্র, ঘরবাড়ি ও তাদের স্কুলের ছবি। ভারত সরকার থেকে তাদের জন্য এখন স্কুল স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়েছে। সেই সবেরই ছবি ও Model এই Museum আছে।
এরপর আন্দামানের সামুদ্রিক মাছ সহযোগে দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিয়ে আর দেরি না করে বেরিয়ে পড়লাম।আমাদের জাহাজ দুপুর 12:30 মিনিটে । সকালে হোটেল থেকে বেরোনোর সময় লাগেজ গুছিয়েই বেরিয়েছি।কোথায় যাচ্ছি তা নিয়ে পরের পর্বে আসছি ।
এরপর আন্দামানের সামুদ্রিক মাছ সহযোগে দুপুরের খাওয়া-দাওয়া সেরে নিয়ে আর দেরি না করে বেরিয়ে পড়লাম।আমাদের জাহাজ দুপুর 12:30 মিনিটে । সকালে হোটেল থেকে বেরোনোর সময় লাগেজ গুছিয়েই বেরিয়েছি।কোথায় যাচ্ছি তা নিয়ে পরের পর্বে আসছি ।
No comments:
Post a Comment
If you have any question let me ask