রোমাঞ্চকর অপরূপ আন্দামান( দ্বিতীয় পর্ব):-
1857 সালের ভয়াবহ সিপাহী বিদ্রোহ ইংরেজদের ভিত করে, তারই ফল স্বরূপ ইংরেজরা এই কঠিন সিদ্ধান্ত নেয়। মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই Islandকেই ইংরেজরা স্বাধীনতা সংগ্রামীদের নির্বাসনে পাঠানো ও অমানুসিক শাস্তি দেওয়ার উপযুক্ত জায়গা রূপে নির্বাচন করে। 1896 এ শুরু হয় এই জেলে-র Construction শেষ হয় 1906 খ্রিস্টাব্দে।একটি ছোট পাহাড়ের ওপর অবস্থিত এই জেল। জেল প্রদর্শন করার জন্য টিকিট মূল্য 30 টাকা। এখানে সন্ধ্যাবেলা light and sound এর নামে একটা program হয়। টিকিট আগে থেকে কেটে নিতে হয়। এতে এই জেলে ইতিহাস সম্পর্কে দেখানো হয়।
এই জেলে ঢোকার পর আমরা দেখতে পেলাম এক প্রাঙ্গণ, যেখানে বন্দীদের শাস্তি দেওয়া হতো, এখন সেখানে বিভিন্ন stachu র দ্বারা তা দেখানো আছে। এরপরই চোখে পড়ে ফাঁসি ঘর।
এই জেলটি দেখতে সাইকেলের স্পোক এর মত এর সাতটি wings আছে , তার মাঝে একটি Tower এ থাকতো পাহারাদার। 696 টি সেল নিয়ে তৈরি এই জেল। এই জেলের প্রত্যেকটি সেল দৈর্ঘ্য ও প্রস্থে 14.8 ft ও 8.9ft ও ভেন্টিলেটার 9.8ft উপরে।
Cellular কথাটি এসেছে Solitar বা নির্জন Cells থেকে। এই জেলের বন্দীদের বাইরের জগত থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন রাখা হতো। এর ডিজাইন এমন ছিল যে এক স্পোকের সামনে দিক অপর স্পোকের পিছনে পড়ত। এতে এক বন্দী আর এক বন্দীর সাথে দেখা পাওয়া প্রায় অসম্ভব ছিল। Savarkar Brothers, Babaraao,এবং Vinayak একই জেলে থেকেও দু’বছর একে অপরকে জানতো না ।
1933 সালে 33 জন নন্দী এই জেলের অমানবিক অত্যাচার প্রতিবাদ করে ও আমরণ অনশন শুরু করে। এই সময় Force fidding এর জন্য Mahabir Singh,Mohan Kishar ও Mohit Moitre নামে তিন জন স্বাধীনতা সংগ্রামী মারা যায়। এরপরে মহাত্মা গান্ধী ও রবীন্দ্রনাথ ঠাকুর তীব্র প্রতিবাদ করেন ও হস্তক্ষেপ করেন। এরপরে 1937 ও 1938 এ ইংরেজ সরকার রাজনৈতিক বন্দীদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
এরপরে 1942 এ জাপান এই Island দখল করে। তখন এই Island এর Control আসে নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে। আজাদ হিন্দ সরকার প্রথমবারের মতো ভারতের জাতীয় পতাকা তুলে এখানে। 7 th October 1945 word war II তে শেষে জাপান হেরে গেলে ইংরেজ আবার এই Island এর অধিকার ফিরে পায়।
আমাদের দেশ স্বাধীন হওয়ার পর এই জেলের দুটো wings ভেঙ্গে ফেলা হয় আর বাকিগুলোর তিনটে wings জুড়ে তৈরি হয় National Memorial 1979 সালে 11 February. 1963 সালে এখানে 40 জন ডাক্তার ও 500 bed নিয়ে তৈরী হয় Govind Ballabh Pant Hospital.সারাদিন অনেক ইতিহাস ঘাটা হল দুপুরের Lunch এর পর না হয় একটু আন্দামানের সৌন্দর্যটাই উপভোগ করা যাক। তাই আমরা চলে এলাম beach এ। অসম্ভব সুন্দর এই আন্দামানের পরিবেশ। সামনে নীল সমুদ্র, ধারে ধারে ছোট ছোট পাহাড়, সারি বেঁধে নারকেল গাছ এই beach এ। Speed Boating ও হচ্ছে আপনিও মেখে আসতে ছেড়ে পারেন নীল সমুদ্র। 400 টাকা ও 200 টাকা দুটো দাম আছে। কত দূর যাবেন তার ওপর দাম। যত সন্ধ্যে হয় সৌন্দর্য তত বাড়ে, আর চাঁদ এসে যেন সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে।
No comments:
Post a Comment
If you have any question let me ask