Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

রোমাঞ্চকর অপরূপ  আন্দামান( প্রথম পর্ব):-
তারিখটা 24.9.2018 আমরা রওনা হলাম ভারতের মূল ভূখণ্ড  থেকে দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের মধ্যে কালাপানির ভয়ঙ্কর স্মৃতি আর প্রকৃতির অসম্ভব সৌন্দর্যের এক অসাধারণ মেল বন্ধনে তৈরি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে । 8250 বর্গ কিমি জুড়ে 572 টি দ্বীপপুঞ্জ নিয়ে  তৈরি এই দ্বীপপুঞ্জ।

ভূতত্ত্ববিদদের মতে মধ্য প্রস্তর যুগেই এইখানে মানুষের উদ্ভব হয়। এখনো এখানে Shopmpen, Jarawa,Great Andamanese এর মত প্রাচীন মানব প্রজাতি লক্ষ্য করা যায়।
      আন্দামান নামটা অনেক প্রাচীন। আন্দামান নামটা এসেছে Andoman থেকে সংস্কৃত ভাষায় এর অর্থ  হলো হনুমানের দেবতা। আবার একদল ইতালিয়ান ভ্রমণকারী মতে এই নামের মানে হল Island of Gold।
           নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল
এয়ারপোর্ট থেকে Veer Savarkar Airport এর flying Distance 1303 km সময় লাগে 2 hour 10 minutes ।

                     

কলকাতা শহর ছেড়ে আমরা উড়ে চললাম,ছোট ছোট গ্রাম শহর পেরিয়ে এসে পড়লাম মহাসমুদ্রে। সমুদ্রের মাঝেই দেখা মিলল অসম্ভব সুন্দর একগুচ্ছ দ্বীপের।
আমাদের Air India AI 787 Landing করল সকাল  7.20 মিনিটে . বাইরের Temperature তখন 34⁰C.  শহরটা Port Blair. 
Archibald Blair এর  নাম অনুসারে এই শহরের নাম। তিনি প্রথম এই দ্বীপটি খুঁজে পান। এখন এটাই সমগ্র দ্বীপপুঞ্জের রাজধানী। একটা ঝকঝকে পাহাড়ি শহর। আমরা নেমে চললাম আমাদের হোটেলে, ওখানেই Breakfast হলো আমাদের, তারপর সামান্য রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম City Tour এর জন্য।
 আমরা প্রথমে যাচ্ছি Chatham Sawmill এটি Chatham Island এ অবস্থিত ।
এটি একটি ব্রীজ এর মাধ্যমে Port Blair এর সাথে যুক্ত।
Sawmill ঢোকার জন্য আমরা টিকিট কাটলাম ২০ টাকা দিয়ে। এখানে ঘুরে দেখার জন্য গেটের ভিতরে দেখা মিলল এক গাইডের।
 তিনি প্রথমেই আমাদের নিয়ে গেলেন একটি মিউজিয়ামে। এখানে আমরা আমাদের আন্দামানের Tour শুরুর আগেই Basic Idea করতে পারলাম। খুব Informative এই মিউজিয়ামটাও,  আমাদের গাইড এটাকে আরো  জলজ্যান্ত  করে তুলল।


এই মিউজিয়ামে আমরা দেখতে পেলাম কাঠের তৈরি খুবই অসাধারণ সুন্দর কিছু জিনিস আর তার সাথে এই Sawmill  ও Andaman এর History এবং Geography .
তার সাথে আমার জানতে পারলাম এখানকার আদিম জনজাতি উদ্ভিদবৈচিত্র্য ও প্রাণী বৈচিত্র সম্বন্ধে।

           1883 খ্রিস্টাব্দে তৈরি হয় এই Sawmill. কালাপানির সাজায় যেসব বন্দীদের আন্দামানে পাঠানো হতো তাদের নিয়েই তৈরি হয় এই Sawmill. আন্দামানের স্থানীয় গাছ এই মিলের কাঁচামাল। আন্দামানে বাইরে থেকে কোন কাঠ আনা হয়না এখানে  আর এই Sawmill থেকে কোন কাঠ রপ্তানিও হয়না। এটি এশিয়ার বৃহত্তম Sawmill.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মান আন্দামান অধিগ্রহণ করে, তখন এই Sawmill ও জাপানের অধীনে চলে যায়।
আর সেই সময় 1942 এ ব্রিটিশরা  Bomb Blasting এ এই মিলের প্রায়  99% নষ্ট করে ফেলে। এই Blusting এর ফলে এখানে এই গভীর গর্ত তৈরি হয়।


এরপরে যুদ্ধের শেষে বিভিন্ন প্রতিকুলতার জন্য জাপানিরা এই Island আবার ব্রিটিশদের ফিরিয়ে দেয় ।
1945 এ আবার নতুন করে তৈরি হয় এই মিল। ব্রিটিশদের  Blusting থেকে বাঁচতে জাপানিরা তৈরি করে এই Bankar। এটি আগে সমুদ্রের সাথে যোগ ছিল ও পালানোর গোপন পথ ছিল।



এটি Sawmill এর Workshop এর মেনগেট।এই Sawmill এর কাঠামোর বেশিরভাগই কাঠ দিয়ে তৈরি।



এমনকি এটি একটি  সম্পূর্ণ কাঠ দিয়ে বিশ্বকর্মা প্রতিমা ।আর এটি মূল Work place ।


ইংরেজদের Blusting এর সময় একমাত্র এই মেশিনটি অক্ষত ছিল। Sawmill থেকে বেরোলেই আন্দামানের খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মাঝখানে সমুদ্র এরপরে সমুদ্রের ধার দিয়ে আন্দামানের মায়া গায়ে মাখতে মাখতে আমরা  রওনা হলাম রহস্য-রোমাঞ্চ ঘেরা সেলুলোজ জেলের উদ্দেশ্যে ।(পরবর্তী কাহিনী দ্বিতীয় পর্বে)


No comments:

Post a Comment

If you have any question let me ask

Bottom Ad [Post Page]